বিদায়ের বেলাতেই আছো কোন্ সীমানায়?
বাড়ীময় কোলাহল হারানোর বেদনায়।
কতো ফুল ঝরে যায় রাখে কেউ গননায়!
এভাবেই শেষ হয় কথা রয় ভাবনায়।


একা ঘর, একা রই, একা দিন কেটে যায়,
করো ক্যান হা-হুতাশ যে যাবার চলে যায়।
পরিবেশ, পরিজন ক্ষণিকের ব্যথা পায়,
ক'দিনেই ফিরে পায় চলাচল পুনরায়।


ওপারের ডাক তাই আশা সব থেমে যায়,
জীবনের শতো স্মৃতি যা আজ অধরায়।
সাধারণ আমি খুব কভু নয় পূজোময়,
মম হৃদ ছোঁয়া চাও? কবিতায় খুঁজো তয়।।


২৪ আগষ্ট, ২০১৫ ইংরেজী।