ষষ্ঠদশী-১


ভালোবাসি তাই ফিরে আসি
লিখবো বলে তুলেছি মসি
তোমায় ছাড়া মন উদাসী
হোকনা মসি ধারালো অসি
তোমায়ই ভাবি দিবা-নিশি
তাই হলো শুরু ষষ্ঠদশী।।


২৭,০৫,২০১৪ ইং


ষষ্ঠদশী-০২


সকাল থেকেই বৃষ্টি পরে
কাঁচা-পাকা আম কত ঝরে
সুপ্তা মনিও নেইকো ঘরে
বৃষ্টি স্নাত হয়ে ঘরে ফিরে
আম কুড়িয়ে আঁচল ভরে
আজ যেন সে না ভূগে জ্বরে।।


ষষ্ঠদশী-০৩


ওই নদী টাই কর্ণফুলী
চলছে সাম্পান পালতুলি
মাঝির ঠোঁটে গানের বুলি
ভরছে মাছে জেলের থলি
ছন্দে ভরায় কবির ঝুলি
অনেক স্মৃতি কেমনে ভূলি।।


ষষ্ঠদশী-০৪


একা একা বসে বসে ভাবি
কি ছিল আমার কাছে দাবী
পূর্ণ নয় ইচ্ছে গুলো সবি
হৃদে আঁকা আজো তার ছবি
প্রেম কি তবে মনের হবী
বলনা হৃদয় কোথা যাবি।।


ষষ্ঠদশী-০৫


আমার হৃদে ভাবনা কত
শিশির ভেজা শিউলী যত
তোমার গলে দেয়ার ব্রত
করলে ছল খুবই দ্রুত
ভাবনি তুমি আমার মত
হৃদে ব্যাথার পাহাড় শত।।


ষষ্ঠদশী-০৬


রাত্রি গভীর তারার মেলা
ক্লান্ত শরীর কাটলো বেলা
নেইকো পাশে একলা চলা
কথা অনেক হয়নি বলা
পুরনো স্মৃতি বাড়ায় জ্বালা
শুকনো হলো বেলির মালা।।


ষষ্ঠদশী -০৭


একাত্তরে দেশ ভালোবেসে
প্রাণটা দিল এক নিমিষে
হত্যাকারি অন্তরালে হাসে
লাশের গন্ধ আজো বাতাসে
ভরেছে এদেশ আজ ত্রাসে
মেতেছি একোন সর্বনাশে।।


ষষ্ঠদশী -০৮


একদা কত ভালোবাসতে
শিউলি মালা কত গাঁথতে
মালা দিয়ে হৃদয়ে বাঁধতে
টোল পড়া কপোলে হাসতে
চুপিসারে হৃদয়ে আসতে
মম প্রস্হানে কত কাঁদতে।।


ষষ্ঠদশী -০৯


লিখে সময় কাটতো যার
হয়না লেখা এখন আর
লিখনী ছিল ধারালো তাঁর
নির্যাতিতই বারংবার
বন্ধ লেখার সকল দ্বার
পান্ডুলিপিরা উইপোকার।।


ষষ্ঠদশী-১০


কি আর হবে এখন কেঁদে
মারলে যখন জলে বেঁধে
মায়া ছিল না তখন হৃদে
ভক্ষণ করে রক্ষক পদে
মিটলো নাকি টাকার খিদে
পড়েছ এখন এ বিপদে।।