হারিয়ে যাবো,
কোন এক জ্যোৎস্না শোভিত রাতে
কোলাহল মুক্ত নির্জনে নিভৃতে
শত চক্ষুর অন্তরালে।
সমুদ্র ছুঁবে কপোল গড়ানো জল
গলার স্বরে বেদনার সুর
খুঁজবে তুমি বুঝবে বেদনার নীল রঙে।


হৃদে জাগবে স্মৃতির পাহাড়
ছুঁতে চাইবে আকাশ, বাতাস
হা-হুতাশ শুধুই  হতাশ আর হতাশা।


চারদিকে সফেদ,
করুন কান্নায় ভারি বাতাস
বাতাসে লোবানের সুবাস
ফুলের গন্ধে বিদায়ের যাত্রা
শ্মশানের পথে কবির শব।


আর সৃষ্টি হবেনা,
কলমের আচঁড়ে কালো হবেনা
ভরবেনা ডায়রির পাতা,
এবার সাঙ্গ হবে সকল রঙ্গ
ইতির ইতিতে ইতি টানা
শুনবেনা আজ আর কোনো মানা।।


১৮ আগষ্ট,২০১৫ ইংরেজী।