অামায় একটি সকাল দিও,
বটের ঢালে হাজার পাখির গান,
কোকিলের কুহুতান
ফুলের সুভাস ছড়ানো সকাল,
গাঁয়ের বধু কলসি কাঁখে নদীর ঘাটে আনবে জল।
স্নান সারবে পরম তৃপ্ততায়।
শুভ্র সকালের আলোয় রাঙবে শোড়ষী মুখ।
নাঙ্গল কাঁধে কৃষক যাবে মাঠে
ফলাতে সোনালী ফসল,
ফসলে ভরবে গোলা
কৃষানীর মুখে থাকবে হাসি।
এমন একটি সকাল দিও
খবরের কাগজ খুলে দেখতে হবেনা
লাশের ছবি, স্বজনের আহাজারি,
এসিডে ঝলসাবেনা তন্নী তরুনীর মুখ।
শোকে ভারি হবেনা বাতাস।
থাকবেনা হা-হুতাশ।
এমন একটি শুভ্র সকালের প্রত্যাশায়................।