মনে প্রত্যয় চিম্বুক ছুঁবে, পঞ্চমী চাঁদ হাসে
রাত্রি গভীর উজান স্রোতে জলেতে চাঁদ ভাসে
উজান গাঙের নব্য মাঝি চাঁদ কী ছুঁতে পারে
আনন্দে তাই আত্মহারা আলোর অহংকারে।


মেঘের কাছে হার মেনে যায় আঁধারে মুখ ঢাকে
পঞ্চফনার নাগদেবীকে অমানিশায় ডাকে
হিরক খন্ড পাওয়ার আশায় তপস্যাতে ঋষি
হয়না পাওয়া সাতরাজা ধন যায় যে কেটে নিশি।


কৃষ্ণ পক্ষ রাত্রি গভীর চঞ্চলা পথ পাড়ি
কোন্ ঈশানে মন তৃষাতে চলছো একা নারী
অধীশ্বর যে নিজের ঘরে অঞ্জলি দাও আগে
তৃপ্তিতে মন অমোঘ প্রেমে দীপান্বিতা জাগে।


চাঁদকে ছোঁয়া এত্তো সহজ! একটু দেখো ভেবে
সাধন ছাড়া কেমন করে সাতরাজা ধন নেবে!
সাধন করে সাধক জনও সাতরাজা ধন পায়নি
সময় আছে সাধন করো যৌবন আজো যায়নি।।


.
১১ জুন ২০১৭ খ্রিস্টাব্দ।