মৃত্যুর খবরে এখন আর চমকে ওঠা হয়না
পৃথ্বী জুড়ে নিত্য অগণিত লাশের বহর
ছিন্ন-ভিন্ন রক্তাক্ত, দগ্ধ মানব দেহ আবেগাপ্লুত করেনা,
বিচলীত করেনা মন।


সন্তান হারা মায়ের ক্রন্দনে জাগেনা
ভ্রান্ত হৃদয়ে একচিলতে সহানুভূতি,
পিতার কাঁধে সন্তানের লাশ দেখে
তৃপ্তির ঢেকুর তোলে হায়েনার দল,


পিতা হারা পুত্রের অার্তনাদে
অট্টহাসিতে উল্লাস করে একঝাঁক শকুন,
স্বামী হারা স্ত্রীর বিধবা বসনে ঘুচেনা
জালিমের হৃদয়ের কালিমা।


মানবাধির, মানবতা আজ চোখ বাঁধা কলুর বলদ।


২৫ নভেম্বর, ২০১৬ ইংরেজী।