*                তুমি এসেছিলে ফালগুনে
                  দেখে ছিলাম তোমায় আমি -
                  শুধুঁ  দু-নয়নে !


                  ফালগুনে ফুটে ছিলো বসন্তের ফুল
                 কতো ফুল তুলে মালা গেথেছি,
                 সেই মালা দিবো বলে
                 তোমার ছবি একেছি।


                 কুকিলের গান শুনেছিলাম
                 তুমি আর আমি নিরবে,
                 অকারনে বাঁশি বাজিয়ে -
                 ছিল দিন দুপুরে
                 তুমি শুনে ছিলে বাঁশির সুর
                এক হৃদয়ের টানে !


                মেঘের আঁড়ালে জেগে
                উঠে ছিলো পুর্ণিমার চাঁদ,
               কতো গল্প কতো কবিতা বলেছিলাম
               তুমি শুনেছিলে সেই রাত !