.   ওরে মিথ্যা প্রলোভনে পড়ে
    যে সত্যের আকাংঙ্খা করে,
    তার চাইতে নির্বোধ বোকা
    আর কে হতে পারে ?


    দোষ তার ত্রুটির ভাবেনা
    ভাবে তার গুণ,
    দুষ্ট শয়তান চিনতে পারেনা
    ভাবে সে আপন।


    ওরে কু চক্রে পরে সে পায়না
    খুঁজে সত্যের সন্ধ্যান,
    দিন রাত হতাশায় ভূগে সে
    তবুও নিজেকে ভাবে বড় মহীয়ান।


    ওরে বেকুব!সম্মান অর্জন করা
    মানুষের বড় কঠিন কাজ,
    দুষ্ট মনের আকাংঙ্খায় সম্মান হারিয়ে
    গায়ে নিলে অপবাদ।


    চরিত্র তার ধূসর ছায়ায়
    সমাজের সে বড় বিচারপতি ,
    আঁধারেও সাধু শয়তানে প্রলোভনে পড়ে
    দেয় মদ আর গাজার পাটি।


    মনে তার বড় অহংকার
    ভাবে সে ছোট খাটো নয়,
    ওরে বেকুব!অহংকার তো তোর নয়,
    মহান আল্লাহ তালার হয়।
        ----///---
    মোঃ রোকন আহমেদ।
    ১৮ই ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ।