.   ১, যে কথা বলতে চায়,তাকে বলতে দাও,
    কারো কথা কোণঠাসা করে রাখা ,
    এটা শয়তানের স্বভাব।
    যে অন্যের কথা,মন থেকে উপলব্ধি করে,
    নিশ্চয়ই তার আছে,জ্ঞানের  প্রভাব।


    ২, তারাহুরো সিদ্ধান্তে,সমাজকে বিভ্রান্ত করে,
    তারাহুরো রেখে,চিন্তার দিকে মনযোগ হওয়া
    মানুষের শ্রেষ্ঠ কাজ।
    কারণ,তারাহুরো করা শয়তানে স্বভাব।


    ৩, সঠিক সময়ে,সঠিক মানুষ,সিদ্ধান্ত নিতে
    দ্বিধাবোধ করেনা,
    কারণ,তার আছে জ্ঞানের প্রভাব।


    ৪, পঞ্চায়েতে,গরীব ধনী জ্ঞানী,গুণী,মূর্খ
    সকলের উপস্হিতি আছে,
    এখানে সবার কথা বলার অধিকার রাখে।


    ৫, বর্তমান সময়ে পঞ্চায়েতে কিছু লোক
    জ্ঞান চর্চা করে।
    যেমন,তার লাঠির জোরে কথা বলে,
    তার টাকার জোরে কথা বলে।


    কিন্তু ,যে জ্ঞানী লোক
    তার লাঠির প্রয়োজন নেই,
    তার টাকার জোরের প্রয়োজন নেই।


    তার আছে যুক্তির সাথে কথা বলা,
    তার আছে কলমের লেখা ,
    তার আছে মাধুর্য সাথে মিমাংসা কথা।
                   ---///---
    মোঃ রোকন আহমেদ।
    ২৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ।