.     আমার পিছনে ফেলে আশা
      অবহেলিত দিনের কাহিনী,
      সেই দিন গুলি মোর স্মৃতির খাতায়
      আজো লিপিবদ্ধ রয়ে গেল !


      ঐ দিন গুলি ছিল কখনো আনন্দময়
      আবার কখনো দুঃখ বেদনা।


      আমি দেখেছি নিম ফুল
      আর ডালিম ফুলের ভালবাসা,
       নিম ফুল কেউ দেখেনি আমি দেখেছি
       আমার হৃদয়ের আঁখি দিয়ে !


      আমি ডালিম ফুল দেখেছি
      তোমাদের আঙিনায়,
      তার পিছনের অনেক কাটা !


      তারি দেয়া আঘাতে এখনো
      হৃদয়ে বেদনা বোধ করি,
      ডালিম ফুলের সাথে রয়েছে
      আমার অনেক কল্পকাহীনি।


      আমি দেখেছি শ্মশানের লাসের যাত্রা      
      বর যাত্রী আর শ্মশানের যাত্রী,
      দু-জনই বিনি শুতার মালা বহন করে।  

      আমি দেখেছি যুদ্ধ,দুর্ভিক্ষ
      অনেক অবহেলিত,
      টোকাইর জীবন !


      আমি দেখেছি আষাঢ়ের বর্ষণ
      তার জলে ভেসে গেছে,
      কালো দিঘীর পাড় !


      আমি দেখেছি রাখালে হাতে বাশি
      আরেক ডাকুর হাতে তলোয়ার,
      আবার কখনো শুনেছি
      নবীনের মুখে বিজয়ের গান !