জন্ম যদি শুভ হয়,
কর্ম হবে বাঁধন।
কর্ম যদি ব্যর্থ হয়,
সমাজ গড়বে কখন ?
শিক্ষা যদি আলো হয়,
জ্বলবেএকটা বাতি,
যে সমাজে শিক্ষা নেই,
ধংস করে জাতি।
কলম-কাগজ আলোর দিশারী,
বলেন গুরু জন ;
যে জানে না নামটি লেখা,
জানবে মানুষ কেমনে ?
_____রোকন আহমেদ
                  ০৭/০৪/১৭ইং