-
আমার আদরের খোকা,
অনেক দিন হয়, তোকে দেখিনি !
তুই বহু দূর চলে গেলে মাকে ছেড়ে !
আশা  রাখি ভালই আছিস,
ভাল থাকাটা আমার কাম্য,দোয়া করি
তুই সারা জীবন সুখে থাকিস !
খোকা তর শরীরে প্রতি যত্ন নিস,
সময় মত খাওয়া দাওয়া করিস !
এটাই আমার মিনতি তোর  কাছে।
তুই ছাড়া আমি বেচে থাকবো কার জন্যে !
খোকা তোকে তো আমি দশ মাস
দশ দিন আমার গর্ভে ধারণ করছি !
অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি,
শুদু একটি নতুন কুড়ীর হাসির জন্যে।
তুই সে দিন সারা রাত কেদে ছিলে,
আমি ঘুমাই নি ! তোর বাবা ঘুমে ছিলেন।
তখন আমি তোকে কোলে নিয়ে হাঁটিতাম।
হঠাৎ এক দিন তোর বাবা এ পৃথিবী ছেড়ে
চলে গেলেন। তখন সংসার চালানোর
জন্যে আর কেহ নেই, শুধু তুই আর আমি।
তুই সে দিন ছিলে অবুজ শিশু,
আমি অন্যের ঘরে ঝি'এর কাজ করে
তোকে লেখা পড়া শিখিয়েছি !
তুই উচ্চ শিক্ষীত হয়ে বিদেশে চলে গেলে,
চাকরীর জন্যে। তর প্রবাসে জীবন সুখে হোক,
এটাই আমার দোয়া ছিল।
আমি এখন বুড়ো অনেক কিছু ভুলে
গেছি, রাস্তার দ্ধারে চেয়ে থাকি কবে যেন
আসবে আমার খোকা। বারটি বৎসর
ধরে অপেক্ষা করিতেছি। হটাৎ একদিন
দেখি পৌষ্টমেন ডেলিভারী বক্স দিয়ে গেল,
বক্স খুলে দেখি একটি মা দিবসের চিঠি আর
সাথে কিছু গিপটও চকলেট।
বৎসরে এক বারএটাই কি মায়ের প্রতি ভালোবাস।
আমিত প্রতিদিন  শিশু দিবস করে গেছি।
আমি কখনো দুঃখ পাবনা, তুই সুখে থাকিস বাবা।
আর আমি যদি মরে যাই, আমার
কবরে পাশে দড়িয়ে সময় পাইলে
ইয়াছিন সুরা পড়িস !
বিদায় নিলাম।
ইতি  তোর দুঃখোনি মা !
----------২৬/০৩/১৭ইং