পবিত্র কোরআনের আয়াত স্মরণ করে কবিতাটি লিখে গেলাম।
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
সুরাহ: আলে ইমরান। আয়াত: ১৮৫।
             -------
    কে বলছে অকাল মৃত্যু ?
    অকাল মৃত্যু নয়,
    মৃত্যুর সময় ছিলো,নিধাঁরিত
    কারো জানার কথা নয়।


    জন্ম  যখন হলো তাহার
    মৃত্যু ছিলো সাথে,
    সময় গেছে তার,কালক্ষেপণে
    মৃত্যু কথা ভুলে সে।


    শিশু থেকে বৃদ্ধ হলো
    সে,কিছুই বুঝনি ?
    কালো চুল,পাকা এখন
    মৃত্যুকে সে স্মরণ করেনি।


    হরিণ চোখে চশমা পড়ে
    চোখে দেখে ঝাপসা,
    মুখের চামড়া মলিন যখন
    পিছে হাঠে তার মৃত্যুটা।


    বুকে ব্যথা,পিঠে ব্যথা
    পাঁ চলেনা গতিতে,
    সবল হাত,অবশ হলো
    মৃত্যু এসেছে তার দোয়ারেতে।


    আয়না দেখে,ভাবতে থাকে
    কোথায় গেলো রূপটি,
    মুখের দাত,পড়ে গেলো
    অতি নিকটে তার,মৃত্যুটি।


    মুখের কথা,হাউ মাউ
    কেউ ত কথা বুঝেনা,
    শ্বাস প্রশ্বাসে সাঁ সাঁ শব্দ
    মৃত্যু পিছু ছাড়বে না।
        ----///----
    মোঃ রোকন আহমেদ।
    ১৮ই মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।