.   যোগ্য লোকের কর্ম বেশি
    সদায় ব্যস্ত থাকে ,
    মূর্খ লোকের লোভ বেশি
    সমাজে ক্ষতি করে।


    যোগ্য লোকের কদর আছে
    দেশ তাকে খুঁজে,
    মূর্খ লোকের হিংসা বেশি
    হতশায় সে ভুগে।


    সত্য জেনে আড়াল করে
    মিথ্যা সাফাই গায়,
    সত্য যেদিন উদয় হয়
    মিথ্যা হারিয়ে যায়।


    মূর্খ লোকের তর্ক করে
    যুক্তির কথা নেই,
    কর্ম ক্ষেত্রে অদক্ষ সে
    খাতায় হিসাব নেই।
      -----///-----
    মোঃ রোকন আহমেদ।
    ১১ই ভাদ্র১৪৩০ বঙ্গাব্দ।