.   পড়ন্ত বেলায় দেখো মন
    গোধূলি সন্ধ্যায় কত রঙ,
    যায় বেলা এসেছে রাত,জগৎ হলো
    ওরে আঁধারে আবরণ।


    আশা খানি জেগে উঠে মন তোর
    দিনের আলোতে কত,
    অলসতায় বসে থাকিস নারে আর
    প্রহর যায় চলে দ্রুত।


    শৈশব,যৌবন রেখে যাবে
    ওরে স্মৃতির খাতায়,
    বাকি টুকু সময় তোর বার্ধক্য
    হবেরে মন বড় অসহায়।
        ----///----
    মোঃ রোকন আহমেদ।
    ৩০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ।