.   মানুষ ভাবছে সে কোন জাতের
    কেহ,বুড়ো কেহ জোয়ান,
    সকল মানুষ এক জাতের!
    মানুষ ভাবছে সে কোন জাতের


    ধর্ম,বর্ণ,জাতের বিবাদ
    হিংসায় নিন্দায় করে সংঘাত,
    হিন্দু মুসলিম মানুষ সবাই
    কেন করে ধর্মে বিবাদ?
      
    চামড়ার রঙটি ঘৃনা করে
    মন দিয়েছে বর্ণবাদে,
    রক্ত লাল দেখেনা
    চামড় রঙটি আগে দেখে!


    রাজা প্রজা সমান নয়
    এই সমাজের বিধান হয়,
    প্রজা করে জাতের বিবাদ
    রাজা কেন নিরব রয়।
        --—///——
    মোঃ রোকন আহমেদ।
     ২১ এপ্রিল ২০১৭ সাল।