.       এ জীবনটা সুখের আসায়
        বাঁধলাম খেলার ঘর,
        চার দেয়ালের দালান আমার
        থাকবে কতক্ষন ?


        স্ত্রী পুত্র সবাই আছে
        দেখছি জনম ভরে,
        মায়ার জালে মন বসেছে
        দেখও নয়ন খুলে !


        কত আসে কত যায়
        রয়না বসে কেউ,        
        আমার বেলা পুড়িয়ে গেল
        দেখি মাথায় পাঁকা চুল !


        ভাই-বন্ধু সবাই আছে
        আপন জনের দেখি,
        মরণ আমার আসবে যখন
        সবাই যাবে ফেলি !


        করবে সবাই আমায় নিয়ে
        যত তারা তারি,
        শেষ হলো আজ খেলার জীবন
        আর তো থাকবোনা আমি !