আমাদের সব, স্বপ্ন নয়
মিথ্যে এক অনুপ্রেরণা,
লুটে নিলে সেই স্বপ্ন
হয়ে যাবে ফ্যাকাসে
বেঁচে থাকার পিপাসায়
তবুও এই স্বপ্ন মিশে
গজায় নতুন পাতা।


এ জীবন ক্ষত, পূর্ণ ভেবে
জীবন্ত শরীর লাশ বাহনে
ভেলায় ভেসে মৃদ্যু নগরে
প্রতি শ্বাস নিয়ে অপূর্ণতায়
ফিরে যায় অতীতের সে
মিথ্যে সংজ্ঞা প্রশ্রয় বাগানে,
আত্মহনন নিসিদ্ধ চিৎকারে
আজ নিজে নিজের শসানে
সৃষ্টি হলো আত্মহনন কবিতা।


ফুরিয়ে গিয়ে কোথায় বেঁচে থাকা?
কোথায় সুখ, দুঃখ জীবন পাতা?
জীবন কি অজস্র অনন্ত বিপন্ন?
সন্ধ্যা এলে হিসেবের অংক কষে
পাহাড় ভাবা সেই স্বপ্ন কোথায়?
কূলহীন সীমানায় কেনো দৌড়ে
পেয়েছ কি জীবনের অর্থ এ বিদায়ে?