নির্বাক গ্রন্থের মত, মনের
ঊহ্য কথাগুলো,
সাজিয়ে রেখেছি তাকে!
জমছে তাতে ধূলো।
মনের মাঝে ছিল অনেক
অভিলাষ স্বপ্ন স্বাদ,
প্রান্তর জুড়ে করব সেথা
ফলদ কথার আবাদ।
ভাটার জলের বেগের মত
সময়টা দ্রুত বয়,
অসংযত কথার ভীড়ে
শান্ত কথা চুপ রয়।
মার্জিত কথারা হারায়
অকথ্যের আগাছায়!
কথাগুলো থাকে থাকে
জমা রেখেছি তাই!
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶