ছায়াসম সরে যাওয়াই নয় আশ্চর্যজনক,
প্রজন্মান্তরের ব্যবধান খুবই যন্ত্রণাদায়ক!
ছায়াটা যায় যত দূরে, রোদের তীব্রতা কমে,
আঁধার হয় ঘনীভূত, ব্যথা বাড়ে ক্রমে ক্রমে!
যে সূর্যটা তলিয়ে গেছে সে তো আর উঠবেনা,
দূর থেকে তার জ্যোতিকে লাগে বড় অচেনা!
দূরের ছবি অস্পষ্ট দেখায় কাছের আলোকে,
বুঝাতে অক্ষম, যে ছবিটা আঁকা হৃদয়লোকে!
রচনা : ০৬/০৬/২০১৬