শিল্পী নও, শৈল্পিকতাকে
করে আছো ধারণ,
তাতেই এমন বড়াই করো
নিতান্ত অকারণ!
শৈল্পিকতার কৃতিত্ব সে
শিল্পীরই তো লব্ধ ৷
বেয়াকুব তুমি ভুলে গেছো
তাঁর কাছে আবদ্ধ?
তোমার রূপের জৌলুসতা
নয় সে তো অহংকার,
শিল্পী তাঁর মহিমা প্রকাশে
চয়ন করেছেন তোমার।
তোমার অপরূপ সৌন্দর্যে
নেই নিজের অবদান,
তিনি জানেন সৃষ্টি রহস্য
অতীত বর্তমান ব্যবধান।
জানা আছে কী অবয়বের
মালিক তুমি নও?
তুমি শিল্পীর শ্রেষ্ঠ আমানত
তাঁর প্রতি নত হও।
রং-তুলির ছবির মতো
তোমায় শান্ত চাই
শিল্পীর সামনে সৃষ্টির
উদ্ধত হতে নাই!
রচনা : ২৬.১১.২০১৪ খ্রিঃ