যদি বিশ্বাস না কর কখনও কাউকেই,
বিশ্বস্ত মানুষগুলোও দূরে সরে যাবেই!
কেউ বিশ্বাস ভঙ্গ করলে, বাকী সবাই-
তারই মত, এই উপলদ্ধির ভিত্তি নাই!
যদি কখনও কাউকেই না কর সম্মান,
সম্মানিত মানুষগুলোও হবে অপমান!
যদি কেউ কালিমা লেপন করে সম্মানে,
সবাই তার মত ভাবার নেই কোন মানে!
যদি কখনও কাউকেই না ভালোবাসি,
ভালোবাসার মানুষগুলোও যাবে ভাসি,
যদি একজন মূল্য না দেয় ভালোবাসার,
তাই বলে হত্যা করবে ভালোবাসা সবার?
বিশ্বাস সম্মান ভালোবাসার কী আছে দোষ?
পাত্র-অপাত্র না চিনলে তবে রবে আফসোস!
১২/০৮/২০১৬