গরম খবর রে ভাই, গরম খবর
দেশটা যাচ্ছে রসাতলে
মানুষ হচ্ছে মর মর।।

ফিদিন খবরের কাগজগুলোতে
ছাপছে খবর গভীর রাতে।
তাই বলে কি না ভাই
খুন-ধর্ষণ আর জখমের খবর পাই।।

দিনে দিনে ভাই আমরা সবাই
থাকছি না আর মানুষ।
মানুষের খোলটা নিয়ে,
আসলে আস্ত অমানুষ।।

খুন-চাঁদাবাজী আর গুম যেন সবই ছেলেখেলা,
আর ধর্ষণ - সে তো যেন ডাল ভাত।
অমানুষীর তান্ডবে বাচ্চা-বুড়ো,
এমন কি পাগলীও বরবাদ।।

আ হা হা! কি নামধারী বেশ,
আমরা সুশীল সমাজ।
পৈশাচিকতায় হার মেনেছে,
হিন্স্র পশুরা ও আজ।।

বলবো না রে ভাই আর
নেইকো গায়ে অত জোর।
নয়তো দু দিন পরেই বেরুবে
আমারি তাজা গরম খবর।।

         মোঃ রুহুল আমিন।