হাত বাড়িয়ে আছি
দেখনা চেয়ে,
আজন্ম কতটা টান রেখেছি পুষে
বুকের ভেতর
তোমার জন্য।

আর কতটা নতজানু অস্তগামী হব,
আর কতটা পোড়াবে সূর্যের মত।

হাত বাড়িয়ে আছি
দেখনা চেয়ে,
দুঃখ বিলাসী এ পথিকের
বুকের মাজারে।।