চলো যাই, তুমি আর আমি, দূষণ আর নীল দ্বিধা ভুলে
প্রাচীন ব্যাবিলনে, পাখি আর আলোভর্তি এক নৌকায়,
ধীরে ধীরে সময়ের ঘ্রাণ ভুলে এইসব মৃত নদী পেরিয়ে
প্রাগৈতিহাসিক চাঁদের আলোয় ভিজে দুজনা শুদ্ধ হই।


বড্ড বহুগামী এই সময়, বিষণ্ণ থাবা খুবলে নিচ্ছে স্বাদ,
স্বপ্নের জরায়ুতে আহত ট্রাকের ঘ্রাণ, অচল পেন্ডুলাম;
চলো যাই প্রাচীন অ্যাক্রোপলিসে, মেদুর জলের ঝরনা
আমাদের দেখাবে নৃত্য, অতীন্দ্রিয় পাখিরা গাবে গান।


রাজহাঁসের ঝাঁক, সুপ্রাচীন বটবৃক্ষ, অন্ধ বেহালাবাদক
দেখে দেখে কাটাবো সময়; রণকৌশল শিখে শিখে আর
তোমার চুলের পাশে নক্ষত্রের জলে পুষ্ট হওয়া মাছেদের
সাঁতার, হাওয়ার ভেতরে আমরা দেখবো মুগ্ধ চিত্রকলা।


তুমি হাঁটছো ব্যাবিলনের বৃষ্টিতে, চাঁদস্নাত রাতে পরিত্যক্ত
এক বেলকনিতে লুকিয়ে দেখছো শত্রু শিবিরের আলো;
ভয় নেই, ইউডোমেনিক আপেল খেতে খেতে নীল আমরা
পেরিয়ে যাবো সময়ের অপচয়, অচেনা আয়ুরেখা, বিভ্রম।