ব্সন্তের ঝরা পাতা  ফাগের তপন
স্মৃতির কঠিন ভারে ভরা এই মন ।
নীলাভ ঘেঁটুর ফুল ব্নতলে ফুটি
আমার বিরহে হেসে খায় লূটো-পুটি ।
এমন আবেগ দিনে ব্ড় সাধ হ্য় -
কল্পিত প্রিয়ার সনে অভিসারে যায় ।
মনে ভাবি ব্নফুলে গেঁথে প্রেম হার
অধিক য্তনে কন্ঠে পরাব তাহার ।
ব্সন্তের নব পাতা ধরি দুই হাতে
সয্তনে গাঁথি দিব প্রিয়া কবরীতে ।
হঠাৎই দীর্ঘশ্বাসে ভরে ওঠে হিয়া
বাস্তব নয়তো হায় ! সে যে ক্ল্প প্রিয়া ।
ক্ল্পনার বীজ হ'তে জনম যাহার
ক্ল্প প্রিয়া তার কোন নাই যে আকার ।