প্রথম যেদিন বললে আমায়, তোমায় ভালবাসি !
মুখে ছিল লজ্জাবতীর বিশ্বজয়ের হাসি ,
বুঝিয়ে দিলে চোখের ভাষায়, আমায় তুমি চাও-
জোয়ার ভরা গাঙে মাঝি ছাড়ছে তখন নাও i


চারিদিকে জলের রোদন ঝড়ের কাতরতা,
পৌঁছে দিলো তোমার কাছে, আমার গোপন কথা,
অশ্রু তোমার বৃষ্টি হ'য়ে পড়ছে তখন ঝ'রে -
আমি তখন মাঝ গাঙে সেই ছোট্ট কাঠের ঘরে ৷


হঠাৎ দেখি লাল আবীরে আকাশ গেল ছেয়ে, -
দ্যাখেন বাবু আকাশট্যারে ! ব'ললে নাওয়ের নেয়ে,
ঠিক যেন এক বিরহীনির লজ্জা রাঙা মুখ
সূর্য ডোবায় দেখবো তোমায় , সেইতো আমার সুখ।


ওগো! আমার বিরহীনি , আমার প্রানের প্রান
শুনতে কি পাও  হৃদয় ভাঙা ভাটিয়ালির গান !
হয় তো এখন তুলসি তলায় সাঁঝের প্রদিপ হাতে,
আঁকছো তুমি মুখখানি মোর অলীক কল্পনাতে ৷


আমি এখন মাঝ দরিয়ায় জোৎস্না গায়ে মেখে
চলেছি মোর গতির টানে তোমায় পিছে রেখে,
নৌকাটি মোর ভিড়েই গেছে, রেল ষ্টেশনের ঘাটে-
মিলব'না আর কভূ মোরা , শিশির ভেজা প্রাতে ৷


জানি আমায় ভুলবে তুমি কয়েক বছর পরে,
যখন সিঁথেয় সিঁদুর প'রে যাবে পরের ঘরে,
আমায় কিগো পড়বে মনে কাল বোশেখির ঝড়ে
বাঁধবে যখন তার দেহ টি ,তোমার বাহুর ডোরে ৷


আমিও তখন বিদেশীনির আতর ভরা বুকে,
মুখ রেখেছি নিঃসঙ্কোচে, অনেক পাওয়ার সুখে
কাল বোশেখির উষ্ণ ঝড়ে, মাততে যাবো যেই,
দেখবো তুমিই জেগে আছো আমার মনেতেই ৷