বিছানার উষ্ণ আলিজ্ঞনেও
আমি আমার রাতের ভাষা বাড়িয়েছি অবিরত।


আনন্দ সন্ন্যাস ব্যামারে অন্ধকারেও
চোখ মেলে দেখেছি স্বপ্ন যত..
ছুঁয়েছি তারে/


এর মাঝেই সেহেরির সময় গেল পেড়িয়ে
শুকতারার শুক্রানু ভাষাটাও গেল
রাতের ডিম্বাশয় ছেড়ে।


আমি শুধু একা রইলাম
রইলাম প্রভাত ধরে সকল চক্ষু সাংবাদিকে।
কী জানতে চাও সবে?
সে যে নিশ্চুপে আসে নিশ্চুপে যায়
নিশ্চিহ্ন ভালবাসা রেখে।


যুবক নগরী প্রতিরাত শেষে
এভাবেই বাঁচে।