প্রায় মৃত একটি অজগরের মত
একে বেঁকে চলে যাওয়া খোয়াই নদীটি
হঠাৎ বিশাল দেহে এক অকল্পনীয় তক্ষক।


যে শিশুও তার বুকে পা রাখিয়া ভাবিত
আহা এ কেমন ....
তেজ নেই , বেগ নেই ,
নেই ফিস ফিস আওয়াজ।
বিষহীন এই সর্প দেহে এ কেমন কেঁচো?
সেও আজ নীলবর্ণ ....


শুনেছিলাম এই নদীর
তেজস্বী জীবন আর যৌবনের ফসলে
সেজেছে অত্র জনপদ।
বিষাক্ত বিষ বোতল জাত করে সাপুড়ের মত
পাশেই গজিয়ে উঠেছিল দিন রাতের হবিগঞ্জ।
সেই কঙ্কাল সার নদীর
হঠাৎ জিদ এসেছে ফিরে...
যৌবনের বিষে উছল উছল রূপ
নিয়েছে কোবরা ক্রোধে।
উগলিয়ে সকল বিষ জনালয়ে
বুঝাতে চায় নিজেরে।
ফনার করায়ত্বে বিষের বন্যায়
শহর , গঞ্জ ভাসিয়ে...


একদিন তার যৌবন ছিল
একদিন ছিল আপন স্বচ্ছলতা।
একদিন সে সত্যি নদী ছিল
ছিল না তার পানি হীন
মনুষ্যদান রুগ্নতা।