কত একাকীত্বে
শ্রীকৃষ্ণের যুগল রূপ দেখেছি
আর ঈশ্বরের প্রতি অভিমানে খুব কেদেছি।


বারান্দায় দাড়িয়ে মুঠোবন্দি করতে চেয়েছি
চাঁদ ছুয়া মেঘের চিঠি বৃষ্টি কথা।
অসহায়ের মত দাড়িয়ে শুনেছি
পাশের বাড়ির বধুর  সহায়পূর্ণ স্বামী ব্যথা।


জিজ্ঞেস করেছি রাতকে
কবে কেউ আসবে ভোর হাতে?
কবে কেউ থাকবে বসে আমার অপেক্ষায়?
আমারই মত কাদবে ,
মিলনের দাবীতে কারফিউ জারির যন্ত্রনায়?


হঠাৎ করেই একদিন সকাল বেলা
আসল এক মুঠোবার্তা, কোন এক বিরহী রাধা হতে।
আমি কৃষ্ণ বড়ই অসুখি
হাজতবাসের এমন ফরমান পেয়ে।
সে বার্তা খোলাই হয় নি আর
রয়েছে শুয়ে ডাস্টবিনের পাশে।


একলা রাতে আবার কাঁদি একলা থাকার মোহে।