আমার সমস্ত অনাস্থা অবিশ্বাস গুলো
পানের পিকের মত বাড়িয়ে যখন সামনে এলে..
এলে এক আবেগ উচ্ছাসহীন বিনম্রতার নদীর
শান্ত জলের মতন ....ওহে অবিশ্বাসী বিশ্বাস।
তখন আমার চৈতন্য গোলাপ চৈতন্যেই উঠলো ফোটে।
বুঝে গেলাম হেথায় জলেরও গোসল দরকার...
চিনির কারখানায় চিনির পরিমান বেশি হলেও
মিষ্টতা বেশ শূন্যের কোঠায়।
আধারের ঘরে যে কুপি খানি জ্বলছে হর্ষিত চিত্তে
তা অক্সিজেন রূপে এই আলোর মুখে খুব দরকার।
শুন্যতায় ভরপুর এই শুন্য সমাজ টায়..
শুন্য যে বিবেক , শুন্য যে প্রেমের সাধনা হয়
আপনার শ্রেষ্ঠত্ব সন্ধানের স্বঘোষিত পাঠশালায়।