ফুল গুলোত এখনো শুকায় নি, সতেজ তরতাজা ফুলদানিতে।
জন্মদিনে বাইরে ঘুরতে নিয়ে হাতে তুলে দিয়েছিলে চাঁদনীরাতে।


কপালে যে টিপ পড়েছি তার রঙ এখনো তো হয়নি ফ্যাকাসে।
তোমার সেই হাসি ভরা মুখের মিষ্টি বচনের মত এখনো সে হাসে।


গায়ে যে আতর সুভাস  লাগিয়েছি, তোমার পছন্দের ঘ্রানে,
তা তো তুমি পাঠিয়েছিলে আমায় কতবার, প্রেম পত্রের সাথে।


তাহলে আজ কেন বলছ না কিছু,নিচ্ছ না পিছু দেখতে বার বার।
ও এখন তো আমি প্রেমিকা নই, ঘোমটায় আটক বধু যে তোমার।


প্রেমের বাতি বিয়েতে বুঝি হয়ে যায় অন্ধকার?
নিরাকার স্বপ্ন, কল্পনার রূপ এমনি হয় সাকার?