(একটা প্রতিবাদ আর মানবতার নাম - রাকেশ রয় ।)


সন্ত্রাসবাদের উগ্র আগ্রাসনের উন্নত আয়োজনে
যখন সংখ্যালঘুর অনুভুতি ক্ষতবিক্ষত।
গোবর পোকার বদমাস মহিষ রোগে
সবুজ ঘাস যখন রক্ত হীন।
তখন দেবতার সুরে মানুষের ভাষা নিয়ে
এলেন রাকেশ সৌন্দর্যপুজারি।
দেবী দুর্গার হাতে, কৃষ্ণ মস্তকে,অভিমুন্য হৃদয়ে;
নেমে পড়লেন শকুন হায়েনাদের সম্মুখে।
নিরস্ত্র হাতে অস্ত্র হয়েই উঠলেন প্রাণে পণে।
মানবের তরে মানবের গান
সুন্দরের তরে সত্যের সুন্দর অভিযান।


কিন্তু একি?
এ কেমন কুয়াশার তীর মারিল শকুনি বেশ্যা ?
আপনারে উলঙ্গ করি আপনার সম্মানের বিচারে!
আপনার যৌনতায় আপনি হয়ে গর্ববতী পথে ঘাটে,
কলংক তিলক পড়াল রাকেশ কার্তিক ভীরে।
অমনি শিয়ালের মত হাক তুলল
হাড়ের সকল উই পোকা।
মাটির রসে লুকিয়ে থাকা বিষ উঠে এল সর্প হয়ে..
আকাশের আশ্রয়ে সমস্ত মেঘকনা হল পাথর শকুনি;
চলল মহামাহফিল আপনার অপবীর্যে  
আপনি হবার ধর্ষিত গর্ববতী  /


পড়নের বোরকা তুলে মাথে ,
সুন্দরী লজ্জ্বা খোজে বিচারের রোগে..
যে বিচারে অপরাধী রাকেশ
ফাসির ফেরারী; পতিতা ধর্ষণের অভিযোগে!(?)


নম: নম: নম: হে রাকেশ
তব সত্য সুন্দর প্রয়াণে।