কয়েকটা গল্প
কয়েকটা পুরুনো স্ব্প্ন
আজিকার এই পথ বানিয়ে দিল দিদিমা/
তোমার হাতে মাখা আলু সিদ্ধ ভাত
কিবা কাচকি মাছের
ছড়ছড়ির যে এত সুতীব্র ঘ্রান্
তা জীবনের এই ঘাটে না আসলে বুঝতাম না।
রাতের আধারে যখ্ন হাড়িকেন নিয়ে ছুটতে
প্র্ক্ৃতির ডাকে মত্ত এক বালকের নির্ভয় হয়ে
তখন বুঝতাম না
মুখে তুমি রাম নাম কেন ঝপতে।
বিশ্বাসে তোমার যে এত শক্তি
তা আজ পায়ে পায়ে বুঝছি ।
পাশে নিয়ে ঘুমাতে যখন পরম এক মমতায়
তখন বুঝে নিতাম মাত্ৃদেবীর সৌভাগ্য খানি।
হাজার উতসাহ সাহস যে হাতে করে দিতে দান
সেই হাতই আমার কান্ডারি।
সর্বদা আমার সম্মতিদাত্রী হয়ে
যে অসম্মতি রেখেছিলে কাছে ।
তাই আজ কাছে নিয়ে
বসে আছি
দুনিয়ায়
এতটা দূরে।
তোমার শাসন বারন আদর হীন
পরদেশ
পরনগরে ।