টুপির দেশ
বোরকার দেশ কিবা
হিজাবের দেশ
কভু অশান্তির আচল ত্থেকে পারবে না
বাহির হতে ।
বাহিরের বাঘ যত শক্তিশালী হোক;
সেথায়
ভেতরের বাঘ খুব ভয়ংকর্।
বিশ্বাসের দানা যত অবিশ্বাসে
ততই অস্ত্র লোহা গরম
তপ্ত আগুনে।
বিষাক্ত মাকড়সা মূখে তার
ফুল ও মধুহীন ।
মস্তক তার বন্ধক
দুনিয়ার যোজন যোজন পেছনে
সম্মুখ সে দেখিবে কোন আলোতে ?
চোখের সাথে বুদ্ধি যেথায় দন্দ্বময়
মনের সাথে গরুর গলার রশি যখন বিবাদী
তখন ব্যঙের গর্তে কী আর মিলে
স্বাধীনতা।
যতটুকু সম্মান টিভির পর্দার মত
পেয়েছে ভাগ্যে,
দেখিয়েছে নাচ অপরে।
ততটুকূ কী হয়েছে তার .
অন্দর কিবা বাহিরে?
দুনিয়ার মাটি ভুলে যে পুজে শুন্যরে
সেথায় সে সদাই শুন্য্;
সিরিয়া ইরাক পতিত স্থান্
শাণ্তির দহনে ।