আমাকে যখন দাওয়াতের নামে
প্র্তিনিয়ত আঘাত করা হয় ,
তখন অনুভুতির ভুতি খান যায় বদলে।
তাবলিগ জামাতে যখন আমার
প্র্তিমা নিয়ে সদাই গালিগালাজ হয়
ত্খন অনুভুতি গুয়েতনামার ঘরে।
প্রতিমা ভাংচুর যখন ঈদ উদযাপনের মত্
মৌন সম্মতি নিয়ে পালিত হয় সারাদেশে
তখন অনুভুতি থাকে হিমাগারে।
সওয়াবের তাড়নায় যখন হিন্দু নারী
তার পিতা মাতার সম্পত্তির মত হয় জবর দখল
ওই তসবিওয়ালার হাতে ।
তখন অনূভুতি নির্বাসিত অচেনা অজানা দ্বীপে ।
চা পাতি দা নিয়ে নিত্য যখন ক্চু কাটা হয়
ভিন্ন মত
তখন অনুভুতি বন্দি ভুতের নগরে।
ফেইস বুক যখ্ন হয়ে যায়
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে
গালি গালাজের উর্বর মাদ্রাসা ভুমি
তখনো অনুভুতি
পাতালের বুকে।
এক নিশ্চিদ্র নির্ভেজাল অত্যাচারের বুকে
সো চলচিত্রের বাস্তবায়নে
যেভাবে বাচি আমি
আজকের লাল চশমা পড়া
বাংলার ষাড় সমাজে ।
সেখানে অনুভুতি আমার বাশখালির এগারো লাশ
মন্দির প্রাঙ্গনে গোবৎস কোরবানী ।
কিবা
নির্বাচণ পর ইসলাম অগ্নিতে দগ্ধ
মালো পাড়া।
অনুভুতি আমার্
রামু থেকে রামপুড়া ।