নিজের দেশে পরবাসী ;

সংখার সঙ্কায় লজ্জিত দাস হ​য়ে
যদি
থাকতে হ​য় আপন দেশে ..
তাহলে
আমার জন্যে নরক ভাল্
অপর দেশে ভিখারী হ​য়ে
বাচা ভাল্।
তবু না দেখিতে হবে
তবুব্না শুনিতে হবে
আপন প্রতিবেশি চঞ্চল চপলা পদ্মা
আপনার ধর্ম রোগের আক্রোশে
নারী ভুমির ব্যামারে
গ্রাসিছে প্র্তিবেশিরে।
সংখ্যালঘুর্র্
মন্দির সম্মুখে
পশু জবাই করে পশু হচ্ছে
স্বধর্মের ক্যান্সারে ।
যেথায় প​ড়েছে তাদের শকুন চোখ
সেথায় বেহেস্ত ওয়ালার অকাব্যিক আয়োজনে
ধ্বংস করা হ​য়েছে
পুরাতন মহাকাব্য /
জগন্য অপবিত্র হাতে
পবিত্র ভোজনে ভোজনে
করেছে ইসলামিক স্টেট এর চাষ ।
সিরিয়া ইরাকের ধ্বংস লীলায় লীলায়
নিজ ঘরে ভিন দেশি করেছে
চিরন্তন মাতাপিতাহীন
সংখ্যালঘুরে ॥

নিজের ভুমিতে যদি থাকিতে হ​য়
ভুমিহীন হ​য়ে
তাহলে ভিখারি সিরিয়ান রিফিউজি
হওয়া ভাল্
মার্কেল আঞ্জেলার দুয়ারে।