মুক্তির জন্যে কিছু আবদ্ধতা দরকার
কিছু শান্ত দধি চাই মনে।
বাড়ন্ত পুরুষ যদি লাউ এর ডগার মত
সরিষার মাঠ নেয় দখল করে
তাহলে শ্মশ্মানে শ্মশানে বাড়ে ভুত
কবিরাজ আর ভন্ড হুজুরের লাল সালু বসতি
গ্রাম থেকে শহরে ।
তেতুল বাবার মত মনুষ্য মল
নালা থেকে উঠে আসে উটের পিঠে রাজপথেv।
টাকা লোভী অসভ্য পুলিশের চোখ উঠে শকুনে ।
বাঙলার বুকে হিন্দুর
ঘর বাড়ি পুড়ানূর মত
নিত্য তার শখ জাগে অশোকে ।
পায়ের জুতার ধূলা বালি
মুকুট নিয়ে জাবর কাটে , ধর্মের পোষাকে ।
রাজাকার থেকে মন্ত্রী চেয়ার
নেয় দখল  
কামূক সমকামী নীতি হুজূরে।
কিছুটা শিকল না থাকিলে পায়ে
সম্মুখ রাবণ চিতা ডাকে মনমোহনে ।