অনেক দিন পর
কাকের ডাক শুনতে পেলাম্
অন্তরে।
যুগ অন্ধকারের স্বাক্ষ্মী এমন উপকারী
নিত্য যখন চোখের সম্মুখে আসত
তার ভাঙা গলার ভাঙা চেহারা নিয়ে ।
সে দিন মনেই হ​য় নি কতটা ভালবাসি তাকে
এই রম্য বিদেশ শহর যখ্ন ডাস্টবিন বিনে
সহায় হীন ।
সেথায় সরল উপন্যাসের মত আমার হাওড়ের
কবি কাক তার রোজ কর্মে
করে রেখেছে আশীর্বাদে সিক্ত্।
যে প্রভাত কীর্তন করে যেত সে আমার নামে
তা সোনায় বাধানু সখের পুতুল শহরে
প্রাগৈতিহাসিক পাতাল রেল ।
সুখের মিষ্টান্ন ভোগি ব্রাহ্মন হুজুর যখন
বাকি দেন দরবারে
বাচাল শয়তানি
ধর্মের হকারিতে ব্যস্ত ।
ত্খন সে আমার নিগ্ৃত সকল বিষ অপরাধ
করে চোখের সম্মুখেই উদরে সাব্যস্থ ।
এমন ভোর এলার্ম্
ঈশ্বর মোবাইল ভাগ্যের বার্তা বহে
কাক হ​য়ে কত ছিল বন্ধু
তা কি বুঝিতাম এই শহরের সকল
বিন ম্যান না দেখলে ।