নিজেকে আবদ্ধ করতে শিখি
মুক্তি দুয়ারে ভিখারী।
সব ক্ষুধা আমার ন​য়
সব খাদ্য আমার নয়
নয় সব পথপাশ ।
পেছন যদি না থাকে পাশে
গিয়েও সম্মুখে
ফিরিতে হবে পাছে ।
সম্মান দানে হও যদি ভিখারী
  চির সাথি তব
অসম্মানের ঢালী।
বাহবা প্রকাশ তালি
যদি রাখ ঢেকে
পাবে না তার কভু দেখা
কাদিলেও সে দুঃখে ।
চর্বন জাবর করিলে সদা
পরের কর্ম ল​য়ে
সাধন তোমার সাধন ই রবে
সিদ্ধি অনেক দূরে ।
সন্দেহ বাতিক রোগ
মজিলে সদা
পথ তোমার রবে বিপথ
যতই খুজ হেথা সেথা ।