আফগানের যে শিশুটি
বলিষ্ট যুবকের উলঙ্গ বাহুর সম্মুখে নাচে
কুকরের মত মালিকের ঈশারায়
আবদ্ধ যার জগৎ ।
সে শরনার্থী হয় নি
সমুদ্রে দেয় নি ঝাপ লম্বা দাড়ি ওয়ালার
কামুক কোল থেকে ।
রাত ভর কচি পায়ে নেচেছে হাজার সম্মুখে
তুলে দিয়েছে আপনার দেহ
টুপি ওয়ালাদের থালায়
নগ্নতার কাটাচামচে ।
আরবের যে আমির হজের টাকায়
আস্ত গরুর আস্ত রোস্ট খায়
সেও এসেছিল জীবণ্ত মাংসের ঘ্রাণে ।
প্রাণ ভরে দোয়া করে গেছে
আশা রেখে গেছে মাদ্রাসা মাদ্রাসায় ।
মাদ্রাসা যত হয় উন্নত
তত বাড়ে এই বাচ্চা বাজি
ততই বাড়ে আরবের বিলাসিতার নগর ।
তবু সেই নগরে স্থান হয় না
সেই শিশুর
স্থান হয় না আলিয়ান কুর্দির
স্থান হয় না সেথায় আমোদ ফুর্তি ছাড়া
কোন মানবতার ।
মাদ্রাসার হূজুরের গোপন শিক্ষায় গোপন হতে
বড় হয় সে শিশু ,
বড় হয় বাচ্চাবাজি
বড় হয় তাদের অস্ত্র ভান্ডার ।