সত্যের চেয়ে মিথ্যা
সবখানেই সমাদরে পালিত্
সত্যের চলন যেখানে অনাদরে যথারীতি
সেখানে মিথ্যার উদ্ভব যত্ন সহকারে প্রীতি ।
একটু বাড়তি ভ​য় , বাড়তি রীতি নীতি
সদা সর্বোপরে থাকার রুচি বিক্ৃতি ।
বাড়াম্বর মুখী ঘোষণায় তর্ক প্রিয়
রেষ ক্রোধ আজন্ম সঙ্কোচে প্রতিদন্ধি ।
মুখের বচনে তুলনা প্রিয়
বাহ্যিক ব্যবহারে বিস্ত্ৃতি।
কিছুই নেই আবার সবকিছু
আতঙ্ক ছ্ড়ায়ে ল​য় সব স্তুতি ।
  মাখাল ফল যদি এতই হত মিষ্টি
  দুনিয়ার সব ফল আজই মরিত
মাখালের মসজিদে
করিয়া ভ্ক্তি ।