না করেতো দিয়েছ
পথের বাকে চায়ের দোকানে
আর না দাড়াতে।
যে একটা রিক্সা দাড়িয়ে থাকে সেখানে
তার ছায়ায় বিনম্র আশা না রাখতে ।
ফেইস বুকের পাতায়
গুগুল মনে কিছু না কিছু
খুজতে।
আমি রেখেছি কথা তোমাতে
তবু থামে নি কেনা বেচা দোকানের সিগারেট্।
থেমে থাকেনি কেনা বেচা মশার কয়েল ।
শাসনের দুনিয়া
ক্লাস টিচারের মুখের ভাষা যে নয়্
আপনার রাজপ্রাসাদে ।
সদাই সেথা সংসদ বসে
ক্ষনে ক্ষনে আইন পাশ হয় উল্লাসে।
কারফিউ জারি করে যে সেনাবাহিনী মন
সেই ভাঙ্গে তা
তোমার
ওই একটি বাধা নিষেধ
জাগিলে চিত্তে /
না তো করে দিয়েছ প্রান
না কেমনে করি আমি তাকে ?
রাতের যে বিছানা সদাই বলে কিছু আমাকে ।
যে প্রজাপতি প্রতিদিন এসে বার বার
দেখে যায় আমার টবের এক দন্ড রজনীগন্ধা ।
তাকে কেমনে তোমার
লাল লিপস্টিক মাখা ঠোটে বলি
না ?
কেমনে গলা বন্ধ হওয়া দম
বুকের ভেতর অসহ্য ঘূর্নিঝড়
ছূড়ে মারি বিধাতার মুখে।
চরম সাহসে বলি
এক লাল নিশানের রেল লাইন তাকে ।
না তো করে দিয়েছ প্রিয় আমাকে
কেমনে বল
না বলি আমার সকাল ঘড়িটাকে ?
কেমনে না বলি আমি
আমাকে ?