বালিকা বলিল
তার তের বছরের চুল খানি বাতাসে উড়ায়ে
মা দেখ দেখ
এতো সামান্য কাটাতার /
খেজুর পাতার্
তেলাপোকার দাত ন​য় .
আযানের দেশের্
মনুষ্য সর্পের বিষ নয়
ন​য় কোন গ্যাস বোম ....
বালির দেশের //
বিয়ের বাদ্য তালে যে ভাবে আকাশ হতে
ওই নগণ্য শ​য়তানের ফেরেস্তা ভেঙ্গেছে নগর ..
হাজার যুবতী ধরে নিয়ে
ধর্মের দোহাইয়ে
শত দাড়ি টুপির মৌলভী
করেছে ধর্ষন ।
এই কাটা তার , এই বর্ডার
তা ন​য় ।
তা ন​য় ।/


এই কাটা তার দেহ কাটে মা
মন কাটে না ।
পশু জবাই সম হুজূরের হাতে
কোন মানুষ ....
কাটে না ।
এই বিধর্মী নগর আর সভ্যতা
আমার ধর্মের চেয়ে উত্তম
উত্তম ওই মক্কা মদিনা ভুমির
মালিকের চেয়ে ।
শয়তান যদি এমন হ​য়
এমন শ​য়তানের ভুমি যদি
এঞ্জেলা মারকেল হয় /
কি আসে যায়
আরবের
খেজূর বাদশার
শুকনো দেহের শুকনো মনে ।
মা কাটা তার কাটে বেশি
করে না রক্ত শোষন
কিবা বাচিবার বায়ু
বন্দি দুষন
মধুহীন মৌলভিতে।