তুম যদি আস্তিক হও
তাহলে কাউকে নাস্তিক বল না ,
তোমার মত নাস্তিক দুনিয়ায় কেউ হবে না .
বিশ্বাসী হ​য়ে যদি না পার করিতে সম্মান
অপর বিশ্বাসে
কাফের তুমি শয়তান তুমি
জেনে রেখ , সবখানে ।
এপাড় যদি নাহি পারে ওপাড় সহিতে
মোল্লা মুন্সি হুজুর সদা
জঙ্গি হ​য়ে মারে তারে ,
জেন রেখ পানি কভু
যাবে না ভাই সায়রে ।
ধার্মিক হয়ে কুকুর মনে
  কর যত সাধনা ।
সব তোর নষ্টামির খাল
শহর সভ্যতার আবর্জনা ।
  কুকুর হ​য়ে ধর্ম প্রাণে
দুনিয়া চিনিস য্দি ওরে
বেহেস্ত ত্খ্ন দাড়াবে এসে
তোর দুয়ারে ।
ধর্ম যদি খুন করে
ডাকাত চোরের মত ;
লাঠি মনে তাড়াস তারে
ভন্ডামি যত্।