আমি তোমার বাড়িতে অস্ত্র নিয়ে গিয়েছিলাম
তোমাকে রক্ষা করব বলে ।
করতে পেরেছি কি তোমায় ?
এই বাবু বল না
এই ভাবে কেন শুয়ে আছ
এই সমুদ্র সৈকতে?
সাগর পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে গেছ নাকি?
আকাশের মেঘটা চলে এসেছে
তোমার আগে এখানে ।
তাই তোমাকে বরণ করতে কোন
মালা নিয়ে আসতে পারি নি ,
সামান্য ছাতাটাও আসতে চায় নি এখানে
যে বানী শুনিয়েছিলাম তোমার ঘরে তোমার তরে
তাই আমার বড় শত্রু তোমারে বরিতে।
জলের সাথে যুদ্ধ করে
যে যুদ্ধ শিখিয়েছ জলকে
সে তো আমার ঘরে নিষিদ্দ্ধ অচ্যুত
আমার অবৈধ চেতণার মত্
অবৈধ অভিবাসী।
আজ তুমি আমার বাড়িতে এসেছিলে শুন্য হাতে
হাত পেতে !!!
বাচার মিনতী ছিল তাতে
ব্যাঘ্র তাড়িত খরগোশের প্রাণের আবেদন .....
শুনি নি তা
ভাল লাগে না তা ...
অসভ্য অভদ্র ...
অআধুনিক দের কদর্য আকুতি;
তাই শত্রু হাতের সেই পুরুনো মরণ
বন্ধু হাতে দিলাম উপহার ।
বোকা শিশু , বোকা দুনিয়া
বোকা ...
বাচার আবদার্