দ্বিতীয় পর্ব্

নির্মম অন্ত প্রহারে বলিষ্ট হয় দেহ্
কিন্তু মন্?
সে তো ভাইয়ের মত
কোথায় বোনের মত্
আবার প্রেমিক প্রেমিকার মত
সবচেয়ে ব​ড় সত্য
সে আপন সন্তানের মত্।
তার প্র্তি তব এত বিরোধ বাহিরে?
যে বুয়ায় এত চন্ডি রোষ মনষার অকল্যানে
তার হাত খানি ই তোমার প্রতিদিন্
ভেবে কি দেখছ মনে?
দেকবে কেমন করে
সন্দেহ এর বাতিক রোগ
তোমার গনেশও হ​য়ে যায় শনি দেব
তাই আশে পাশে য্ত সন্ধ্যা মালতি
তাতেও স্বপ্ন দেখ ডালিম ফলের্
কেমনে কর এমন বিচার মোর জান্?
যে ফিতায় তব কন্যাকে বল সুন্দরী
সে একই ব্যবহারে রটাও
অন্যের হাজার বদনাম .
যে ভালবাসা তুমি চাও
আমার পরিজন থেকে,
তা কি তুমি
তাদের করেছ দান ; অভিন​য় বিনে?
আপন হতে মোর
যা নিয়েছ ছিনিয়ে !
তাড়িয়ে দিয়েছ যা
ছিল আমার আপন রাজ্যে ।
সেথায় সদা চিলের শব্দ শুনি
আর কিছু আত্ম চিতকার ।
সত্যি তুমি খুশিতো
জান আমার্?