জানি আমি চাকরি নেই নি
হাজারটা নৌকার মত
ভেসে যাই নি ওই বাতাসের তালে ,
দু:খ হ​য়তো তাদের হ​য়্
যারা আমাকে নিয়ে
মাক​ড়সার স্ব্প্ন জাল বুনেছিলেন ,
নিত্য ঠাকুরের পায়ে তুলসী জল ঢেলেছিলেন ।
কিন্তু আমি ?
  যার চিরকাল কোন দু:খ নেই
  সে ভাবছে , একটা মাক​ড়সা জাল বুনা ছেড়েছে
  বেচে গেছে কোটি ঝিঝি পোকা ,
  যারা বসন্তের ঘরএ বসন্ত এনে দেয়
  প্রজাপতির ঘরে প্রজাপতি ।
  ওই ব্রাহ্মন হবার দরজা থেকে যে
  চলে এসেছে ফিরে ,
  সে তো ব্রাহ্মন চিনেছে ,,,,,
তাই শুদ্র হ​য়েই কাদা মাটিতে
জন্ম দেবার ইতিহাস
সবুজ ছায়ায় ঢেকে দেওয়া
জানযটের ট্রাফিক বাতির বিকাশ ।
বলে দেওয়া ওই হতাশ নিরানন্দের কাছে
  ধৈর্য ধর বাপু
আমার ধৈর্য যে এখনো আমার হ​য়ে
আগের মতই আছে॥
ছেড়েছি যাহা ধরিবার কিছু কারনে
ততটুকু সময় তো দিতেই হবে
রাত থেকে দিনের পথে ॥