আমি নজরুল হতে চাই না
সাম্য মানবতার শিখা জ্বেলে
টুপি মস্তকে বাশরী বাজাতে চাই না.।
দুখু মিয়ার সুখ নিয়ে
বোবার আসনে আয়েশ ল​য়ে
চুপি চুপি মরিতে চাই না ।
রবি বাবুর ছবির নিচে
  কালি কপালের ছায়া বহে
ব্যাথাটাকে
উপভোগ করতে চাই না।
চাই না আমি শরত বাবুর সন্ন্যাসি জীবন্
মানিক কাকার শেষ কালের ফকিরি মরন ।
অপু হ​য়ে লিখতে চাই না
পথের পাচালি ।
  বঙ্গবন্ধু স্ব্দেশ হ​য়ে
নির্মম ভাবে মরি ।
পানির পিপাসায় ক্লান্ত হয়ে
মরতে চাই না আর ।
র্রাজন কিবা পথ শিশু
   ভ দ্রতার ভন্ডামি আমার ।
আমি হব মন্দির মসজিদ
চার্চ ব্যবসায়ি ।
  স্বঘোষিত ম্যাসেঞ্জার
  লাস্ট পুস্তকে লাস্ট ম্যান
নাম দেখাইয়ি ।
পুজা হবে রোজা হবে.
  আমার নামে মানূষ মরবে
আমি ই হব বিশ্ব এক কবি
আমার পরে আসবে না কেঊ
বলে যাব এমন কথা
নিজের গদি
বাচাবারি ।
  ঊপরে শুন্য নিচে শুন্য্
  শুন্যের নামে মধ্যখানে
  কেবল আমার তোষামোদি ।
আমায় নিয়ে যুদ্ধ হবে
রক্তএর বন্যায় বালি ভিজবে
তবু চলবে আমার কূটনীতির
এই
ধর্ম বাহাদুরি।
দূনিয়া জুরে কাদবে মানুষ
সিরিয়ার মত জাগবে বেহুস
শরনার্থী কীট
মরবে সবখাণে ।
তবূ মানুষ
হীরা জহরতে
মসজিদ বানাবে;
দান করিবে পাউন্ড দিনার
ভিখারী মোল্লারে ।
আমার মত এই ভিখারী মোল্লারে //