শান্তির অন্বষণে
অশান্ত হয়ে
একি ধর্ম নাকি শত্রুর অনুসন্ধান
অন্যের সমালোচনা, গীবত চর্বন ।
নিজের মুখেই নিজের প্রশঙ্সা প্র্চারন ?
পতিতা যে লোভে করে সুখ বিতরন্
করে আয়োজন মুরগি ধরিবারে ,
তেমনি কিসের লোভে
এই ধর্মান্তরিত করার সুখ আহরন ।
পাড়া প্রতিবেশি বুঝে না সে
মন্দ ছাড়া অন্যের প্রশঙসা জানে না কভু ।.
  শ​য়তানের কাছে তার চিরায়ত হার .
  অজুহাত কিবা পূর্ব বিচার
  গেলেই. কোন অমতে.
  না মিল হলে কোন কিচ্ছু
নাম দিয়ে দেয় মন্দতে ।
রক্ত দিয়ে দুনিয়া ভাসিয়ে
কিসের শান্তি কোন বনে ?
ধর্ম যদি শত্রু মারে
ধর্ম বলি কেন তারে?
ভালবাসায় মানবতায়
করতে  নাহি পারে জ​য়্।
অস্ত্র হাতে খুনী হলে
সে কি আর ধর্ম হয় ?
  ওরে প্রেম ওরে বিশ্বাস
.  জীবের সেবায় না এলে
  ভাবিস এবার একলা ঘরে
  ধার্মিক তুই কেণ হলে ?
  কোরান পুরান গীতা বাইবেল .
  মাথায় তুলিস ভাই
  তবু অস্ত্র ছেড়ে প্রেমের বাণে
চল
দুনিয়া ভাসাই ।
  (জিহাদিদের কাছে আকুতি)